images

সারাদেশ

গাইবান্ধায় নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৪, ০৮:১১ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এ ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার (২৬ মে) বিকেলে এসকেএস ক্রিয়া প্রকল্পের আয়োজনে ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কি.মি. দক্ষিণে ঘূর্ণিঝড় ‘রেমাল’

এ সময় ভাঙন কবলিত নদীর তীরে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধসহ দু’শতাধিক মানুষ ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য খইমুদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, এসকেএসের প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম, মর্জিনাসহ অনেকে।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা চরাঞ্চলের মানুষের

বক্তারা বলেন, নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকায় চর পেপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি, দেলুয়াবাড়ি, পশ্চিম খাটিয়ামারি, চন্দনস্বর এলাকার ফসলি জমি ও ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

বক্তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবার প্রতি দাবি জানান।

প্রতিনিধি/ এমইউ