images

সারাদেশ

ঘূর্ণিঝড় রেমাল: মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৪, ০৩:২৪ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ পরিণত হয়েছে। এর ফলে মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

এছাড়াও মোংলা বন্দরও নিজস্ব এলার্ট নম্বর ‘থ্রি’ জারি করেছে। ফলে বন্দরে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজসহ অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সর্বশেষ হালনাগাদ তথ্য

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান শনিবার (২৫ মে) রাতে সাংবাদিকদের জানান, মোংলা বন্দরের জেটিসহ পশুর চ্যানেলে নোঙ্গর করা বিদেশি ৬টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। একই সঙ্গে ওই সব জাহাজ নিরাপদ নোঙ্গরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, এরই মধ্যে ১০৩টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ১৩২০ জন স্বেচ্ছাসেবক তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। তবে রাত পৌনে ১০টা পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে কেউ আসেননি।

এমএইচএম