জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১০:৩৭ পিএম
যশোর জিলা স্কুলে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক ছাত্র আহত হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম
আহত মোবাশ্বের রহমান (১৫) বিদ্যালয়ের দিবা শাখার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার রোল নম্বর ১। সে যশোর শহরের ষষ্টিতলাপাড়ার মিজানুর রহমানের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন জানান, দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা চলছিল। পরীক্ষা চলার সময় আকস্মিক একটি ফ্যান ওপর থেকে নিচে খুলে পড়ে। এতে এক জন ছাত্র জখম হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: চরফ্যাশনে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
আহত ছাত্রের মা জলি আফরোজ জানান, খবর পেয়ে তিনি জিলা স্কুলের ক্লিনিকে গিয়ে তার ছেলেকে মাথায় ব্যন্ডেজ বাঁধা অবস্থায় দেখেন। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মাথায় সেলাই দেওয়া হয়। এরপর তাকে বাসায় নেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ