শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম

ঠাকুরগাঁওয়ে লিঙ্গ সমতা উপলব্ধি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং পুষ্টি রূপান্তরকারী সিস্টেম প্রজেক্ট-এর অন্তর্গত স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মে) দুপুরে আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের দোলুয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেনীতে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় জরিমানা 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য চন্দ্র সিংহের সভাপতিত্বে আরডিআরএস বাংলাদেশ-এর টিও কৃষি কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে প্রজেক্টরের মাধ্যমে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২,৭৪, ৮৪, বঙ্গবন্ধু ১০০ ও ১০২ ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব এবং এই ধানের চালের ভাত খেলে মানুষের শরীরে দৈনন্দিন জিংক-এর ঘাটতি পূরণ ছাড়াও কোন ধরনের উপকার হয় তা বিবৃত করেন। এছাড়া জিংকের অভাবে মানবদেহে নানা সমস্যার একটি প্রতিবেদন উপস্থাপন এবং তার বিষয়ে আলোচনা করেন। 

তিনি সবাইকে সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে এবার হলেও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার কথা বলেন। এছাড়া তাদের অভিভাবকরা যাতে এসব জাতের ধান বেশি করে চাষ করেন তার বিষয়ে জোর দেন।  

আরও পড়ুন: গাইবান্ধায় অনুষ্ঠিত হলো পুষ্টি সপ্তাহের আলোচনা 


বিজ্ঞাপন


পরে জিংক ধানের প্রতিবেদনের ওপর প্রশ্ন-উত্তর পর্বে তিনজন সঠিক উত্তরদাতা শিক্ষার্থীকে উপহার প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর