images

সারাদেশ

কোটচাঁদপুরে ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৪, ০৯:০৩ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আবুল কালাম নামের এক কৃষকের ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ব্যক্তি।

শনিবার (২৫ মে) ভোর ৫টার সময় এ বিষয়টি জানতে পারেন আবুল কালাম। 

আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

তখন তিনি তার ড্রাগন ফলের বাগানে গিয়ে দেখতে পান যে প্রতিটি গাছ গোড়া থেকে কাটা। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় কৃষকরা বলেন, আবুল কালাম দু’বছর ধরে ড্রাগন ফল গাছের পরিচর্যা করে এ বছরে যখন ভালো ফলনের আশা করছিলেন, ঠিক সে সময় ড্রাগন গাছগুলো কাটা হলো। কিন্তু কে বা কারা রাতের আঁধারে এসব গাছ কেটেছে, তা তারা জানেন না। 

আবুল কালাম বলেন, থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রশাসন তৎপর হলে দ্রুতই দুষ্কৃতকারীরা ধরা পড়বে।

আরও পড়ুন: মাচায় ঝুলছে তরমুজ, লাভবান কৃষক

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ড্রাগন ফলের গাছ কাটার বিষয়ে ভুক্তভোগী ব্যক্তি একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

প্রতিনিধি/ এমইউ