images

সারাদেশ

দেখা মিলল ৫ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৪, ১০:৩৬ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটায় দেখা মিলল পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। পরে কৃষকেরা সাপটি পিটিয়ে মেরে ফেলেন। 

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডুলাহাজারা সাফারি পার্কে নেই বিশ্বমানের পরিচালনা পদ্ধতি

চরজিংকিং এলাকার কৃষক বিল্লাল হোসেন জানান, আজ সকালে কয়েকজন কৃষক চরজিংকিং এলাকায় ধান কাটতে যান। এ সময় চন্দ্রবোড়া সাপটিকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন তারা। পরে অন্য কৃষকরা এগিয়ে এলে ভীত হয়ে তারা সাপটিকে মেরে ফেলেন।

প্রসঙ্গত গত ২০২০ সালে কাঁচিকাটায় প্রথম চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এ সাপ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এর উপদ্রব কমলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে চন্দ্রবোড়া।

আরও পড়ুন: অভয়নগরে কালোমুখো হনুমানের কামড়ে স্কুলছাত্র আহত

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, আগের তুলনায় সাপের উপদ্রব অনেক বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের প্রতিষেধক মজুদ আছে।

প্রতিনিধি/ এমইউ