জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৪, ১০:১৬ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাহবুর রহমান (২৮) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিদ্যুৎ উপকেন্দ্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু
বোরো ধান মাড়াইয়ের জন্য ফ্যান দিয়ে তা পরিষ্কার করার সময় - বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাহবুর রহমান উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু
নিহতের স্বজনরা জানান, মাহাবুর রহমান ওই সময় নিজ বাড়িতে বোরো ধান মাড়াই করছিলেন। এই ধানগুলো পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক ফ্যান চালু করতে যান তিনি। এ সময় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মাহাবুর।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭,৮,৯ নম্বর ওয়ার্ড সদস্য হাসিনা বেগম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক বিষয়। এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা উচিত।
প্রতিনিধি/ এমইউ