জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৪, ০৬:৪৯ পিএম
গাইবান্ধার সদর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুলমিয়া (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (মিস্ত্রিপাড়া) গ্রামের মাঠে এ বজ্রপাত হয়।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু
এ ঘটনায় ফুলমিয়ার সহোদর ভাই ও বাবা শমসের আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বজ্রপাতের ঘটনায় নিহত ও আহতরা গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (মিস্ত্রিপাড়া) গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
এ বিষয়টি নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস ছামাদ মিয়া বলেন, শমসের আলী তার দুই ছেলেকে নিয়ে নিজের জমিতে ধান কাটছিল। তখন হঠাৎ বজ্রপাতে ফুলমিয়া মারা যায়। এতে আহত হয় শমসের আলী ও তার আরেক ছেলে। তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ