শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু 

নওগাঁর মান্দায় বজ্রপাতে বাবুল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত বাবুল হোসেন চকহরিনারায়ণপুর গ্রামের দিলবর রহমানের ছেলে।

আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রংপুরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শ্রমিক বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ওসি মোজাম্মেল হক কাজী বলেন, পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর