জেলা প্রতিনিধি
১২ মে ২০২৪, ১০:৩৮ পিএম
দিনাজপুর বোর্ডের অধীনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে তাদের কেউই পাস করেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার তালিকায় রয়েছে এ বিদ্যালয়টি।
রোববার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
এ বিষয়ে ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম মিয়া বলেন, এবার ১৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজনও পাস করেনি। নিয়মিত ৯ জনের ৮ জন অংকে ও একজন ইসলাম ধর্মে অকৃতকার্য হয়েছে। অনিয়মিত ৫ জন অন্যান্য বিষয়ে অকৃতকার্য হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত মাশুরা জিপিএ-৫ পেয়েছেন
তিনি আরও বলেন, এমপিওভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ শিক্ষক রয়েছেন। গত বছর এসএসসিতে পরীক্ষা দিয়েছিল ১৬ জন। পাস করেছিল ১৩ জন। এমন ভরাডুবি কখনও হয়নি আমার বিদ্যালয়ে।
প্রতিনিধি/ এমইউ