জেলা প্রতিনিধি
১০ মে ২০২৪, ১০:২৩ পিএম
সড়ক দুর্ঘটনার সংবাদ প্রকাশের ধরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান। সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, দুর্ঘটনা ঘটলেই সাংবাদিক বন্ধুরা বলে দেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তারা (সাংবাদিক) কি গবেষণা করে দেখেছেন যে দুর্ঘটনা কেন ঘটেছে?
শুক্রবার (১০ মে) দুপুরে ফরিদপুর শহরের নতুন বাস টার্মিনালে ফরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
শাজাহান খান বলেন, গত বছর শিবচরে যে গাড়িটির দুর্ঘটনা ঘটল, সেটা নিয়ে বলে দেওয়া হলো- বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু গবেষণায় দেখা গেল যে ওই গাড়িটির সামনের চাকা বিস্ফোরিত হয়েছিল। সুতরাং আমি সাংবাদিকদের অনুরোধ করব, দুর্ঘটনা ঘটলেই যেন বলা না হয়- এটা বেপরোয়া গতি। প্রথমদিকে এমন মন্তব্য করা ক্ষতিকর, মানুষের মাঝে বিপ্লবের সৃষ্টি করে।
চালক ও মালিক সমিতিগুলোকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা যদি দুর্ঘটনা ও চাঁদাবাজি বন্ধ করতে না পারি, আমাদের অনেক বিপদ হবে। এছাড়া কোনো ড্রাইভারের সতর্কতার অভাবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন: পাইলট ছেলের জন্য বিলাপ করে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন মা
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ মধ্যম স্তরে আছে উল্লেখ করে শাজাহান খান বলেন, দুর্ঘটনা হ্রাস করতে আমরা সরকারের কাছে ১১১টি সুপারিশ দিয়েছি। এগুলো বাস্তবায়ন করতে পারলে দুর্ঘটনা হ্রাস পাবে। দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে এটা যারা মনে করেন, তারা আহম্মকের স্বর্গে বাস করেন। উন্নত দেশেও দুর্ঘটনা ঘটে। তবে, অন্যান্য দেশের তুলনায় দুর্ঘটনায় আমরা মধ্য স্তরে আছি।
প্রতিনিধি/ এমইউ