জেলা প্রতিনিধি
১০ মে ২০২৪, ০৬:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলাকালে দুই সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার (১০ মে) দুপুরে ১টার দিকে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলাকালে সমাবেশস্থলের পাশে সমবায় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন - কাজীপাড়া মহল্লার শামসুল আলমের ছেলে ও জামিয়া কোরআনিয়া সৈয়দুন্নেসা মাদরাসার শিক্ষার্থী সাদাফ (১৫), একই এলাকার শাকিল মিয়ার ছেলে নীরব (১৬) ও খন্দকার বিপুল মিয়ার ছেলে খন্দকার নূর (১৫)।
তারা সবাই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ মহসিন মোল্লার সমর্থক। আহতের প্রত্যেকেরই মাথায় একাধিক সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ চলছিল। কর্মী সমাবেশ চলাকালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-১ মো. মহসীন মোল্লার সমর্থকেরা সমাবেশস্থলের পাশে সমবায় মার্কেটের সামনে সমবেত হন। এ সময় অপর সাংগঠনিক সম্পাদক-২ রহুল আমীন আফ্রিদী'র সমর্থকেরা হঠাৎ করেই মহসিন মোল্লার সমর্থকদের ওপর চড়াও হন।
তখন মহসীন মোল্লার তিন সমর্থককে পিটিয়ে আহত করেন আফ্রিদির সমর্থকেরা। পরে গুরুতর অবস্থায় আহত তিন ছাত্রলীগ কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে - তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনযাত্রীরা পেল শরবত, পানি ও স্যালাইন
এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, আহতরা সবাই শঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ তাৎক্ষনিক ধাওয়া করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
প্রতিনিধি/ এমইউ