মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনযাত্রীরা পেল শরবত, পানি ও স্যালাইন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনযাত্রীরা পেল শরবত, পানি ও স্যালাইন

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র দাবদাহের মধ্যেই ট্রেনযাত্রীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন ও শবরত বিতরণ করা হয়। এছাড়া শিশুদেরকে দেওয়া হয়েছে চকলেট। 

বৃহস্পতিবার (০২ মে) সকালে এ উদ্যোগ নেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের খবর রাখার ফেসবুক পেজ 'উপকুল এক্সপ্রেস'-এর পক্ষ থেকে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে স্বেচ্ছাসেবীরা এ পেজটি পরিচালনা করে।

পেজটির অন্যতম উদ্যোক্তা মঈন মিয়া জানান, সকালে উপকূল এক্সপ্রেস ট্রেন আখাউড়া জংশনে এলে সুপেয় পানি, স্যালাইন ও শবরত বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রথমে ট্রেনে হাফ লিটার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পরে ভৈরব ও নরসিংদী স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মাঝে শরবত বিতরণ করা হয়। এছাড়া ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ও ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে একই কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ৩ ঘণ্টা পর রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ২৫০ পিস হাফ লিটার পানি, ২৫০ পিস এসএমসি ওরস্যালাইন এবং বরফ-ট্যাংক মিশ্রিত পানি ও ১৫০ পিস চকলেট বিতরণ করা হয়। ট্রেনভিত্তিক ফেসবুক পেজের এটিই প্রথম কোনো উদ্যোগ বলে তিনি দাবি করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর