জেলা প্রতিনিধি
০৮ মে ২০২৪, ০৪:১৮ পিএম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রবণতা দেখা যায়। এ সময় চার যুবককে আটক করা হয়।
বুধবার (৮ মে) দুপুরের দিকে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাঘাটায় জাল ভোট দিতে গিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি আটক
মানিকছড়ির বিভিন্ন ভোটকেন্দ্রে সকালে নারী ও পুরুষ ভোটাদের ভিড় দেখা গেলেও দুপুরের পর কেন্দ্র ফাঁকা হতে শুরু করে। সেখানে দুপুর ২টা নাগাদ ভোট কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ।
ওই সময় জাল ভোট দেওয়ার অপরাধে চারজনকে ১৫ হাজার টাকা জরিমানা এবং নগদ ১৫ হাজার টাকা জব্দ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা।
জাল ভোট দেওয়ার দায়ে অভিযুক্তরা হলেন - উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী (৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। আরও একজনের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সড়ক নিম্নমানের বিটুমিন, ঝিনাইদহ-যশোর মহাসড়কে দুদকের অভিযান
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়। দেশের ১৩৯ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
প্রতিনিধি/ এমইউ