জেলা প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১০:০০ এএম
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলায় ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় ফুলগাজী ভোট কেন্দ্রের ৫ বুথে একটি ভোট পড়েনি। তাই কেন্দ্রের নিরাপত্তা ও ভোটগ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন।
বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিত না থাকার এমন দৃশ্য দেখা যায়।
কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, ভোটার না থাকায় ওই কেন্দ্রের দক্ষিণ শ্রীপুর গ্রামের বুথগুলোতে এখনও ভোট শুরু করা যায়নি। তবে দেড় ঘণ্টায় উত্তর শ্রীপুর গ্রামের বুথগুলোতে ২/১টি করে ভোট পড়েছে।
ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নয়ন দেব নাথ বলেন, ৩টি গ্রাম নিয়ে এ ভোট কেন্দ্র। এখানে দক্ষিণ শ্রীপুর, উত্তর শ্রীপুর ও বিজয়পুর গ্রামের ভোটাররা ভোট দিচ্ছেন। এ কেন্দ্রের ৯টি বুথে মোট ভোটার ৩ হাজার ৮৪৬ জন।
আরও পড়ুন
ভোটাররা জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মাঝে সহজ জয়ের পথে রয়েছেন হারুন মজুমদার। ভোটের আগেই বিজয় নিশ্চিত থাকায় ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎসাহ নেই। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও তাদের দেখা পায়নি ভোটাররা।
ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উপজেলার ৩২টি ভোট কেন্দ্রের ২৪৪ বুথে মোট ১ লাখ ৫হাজার ৬৭১ জন ভোটার রয়েছে। তন্মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৭৬০ ও মহিলা ভোটার ৫০ হাজার ৯১১ জন। এরআগে একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রতিনিধি/টিবি