রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উপজেলা নির্বাচন

ঝিনাইদহে সকাল থেকে ভোটার উপস্থিতি কম

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে সকাল থেকে ভোটার উপস্থিতি কম

ঝিনাইদহের দুই উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শহরের ওয়াজির আলী স্কুলে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার আশা রয়েছে। অন্যান্য ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। 


বিজ্ঞাপন


প্রথম ধাপের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রতিদ্বন্দ্বিতা করছে।

Screenshot_2024-05-08_090501

নির্বাচনে সদর উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৯৩৪ ও কালীগঞ্জ উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় ৩৪টি মোবাইল টিম, ৪টি স্ট্রাইকিং ফোর্স ও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আসনার সদস্য দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর