জেলা প্রতিনিধি
০৬ মে ২০২৪, ১০:১২ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অশ্লীল ভিডিও দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক জনি ওরফে সম্রাটকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ মে) রাতে অভিযুক্তকে আটক করে পুলিশ। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবি এনসিটিএফের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ৩ মে দুপুরে স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল সে।
পথে প্রতিবেশী জনি ওরফে সম্রাট আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান ওই মেয়েটিকে। এরপর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
আরও পড়ুন: র্যাবের জালে আটক আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার আসামি
এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়। তখন এ ঘটনাটি দেখে ফেলে আরেকটি শিশু। পরে এ ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত জনি পালিয়ে যাওয়ার সময় এসআই আজিজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
প্রতিনিধি/ এমইউ