ধর্ষণ মামলার প্রধান আসামি শাহ আলমকে (৪০) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গ্রেফতার শাহ আলম রংপুর জেলার কাউনিয়া থানার ঢুষমারা চড়ের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
সোমবার (৬ মে) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর উপ-পরিচালক মিডিয়া মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু তাহের অরফে পাগল তাহেরের স্ত্রী অভিযুক্ত শাহ আলমের (৪০) জমিতে বাদাম রোপন, আলু ও মরিচ তোলাসহ বিভিন্ন কাজ করত। কাজ করতে করতে কয়েকদিনের মজুরির বকেয়া টাকা পাওনা হয় ভুক্তভোগী। পাওনা টাকা দিতে গত ২৫ মার্চ আনুমানিক রাত সাড়ে আটটায় অভিযুক্ত শাহ আলম ভিকটিমের বাড়িতে প্রবেশ করে।
সে সময় তারাবির নামাজ আদায়ে পুরুষরা মসজিদে যাওয়ায় বাড়িতে পুরুষ লোকের অনুপস্থিতির সুযোগে ভুক্তভোগীর মুখ চেপে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শাহ আলম। ধর্ষণের সময় ভুক্তভোগী চিৎকার করলে ধর্ষক শাহ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশাধনী-২০২০) আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করে। মামলার পর থেকে অভিযুক্ত শাহ আলম নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব ১৩। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ ও র্যার-১১ যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার আমিন হাউজিং বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলমকে গ্রেফতার করে।
প্রতিনিধি/একেবি

