images

সারাদেশ

বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমার

জেলা প্রতিনিধি

০২ মে ২০২৪, ০৫:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ার নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমার আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে। 

গতকাল বুধবার (১ মে) সকাল ৮টার উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫), আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

তিনি জানান, গতকাল মাছ ধরা অবস্থায় এসব জেলেদের মিয়ানমারে ধরে নিয়ে যায় সেদেশের একটি বাহিনী। তবে আজ বৃহস্পতিবার থেকে তাদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন বিজিবি। 

আরও পড়ুন

কী ঘটছে মিয়ানমার সীমান্তে, কেন পালাচ্ছে সীমান্তরক্ষীরা?

Naf_nadi_e

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তানভীর হোসেন মোবাইলে জানান, যেহেতু সীমান্ত এলাকা থেকে অপহরণের শিকার হয়েছে তাঁরা, তাই গতকাল রাতেই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। এবং তাঁদেরকে উদ্ধারের জন্য ইতোমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

প্রতিনিধি/একেবি