জেলা প্রতিনিধি
০১ মে ২০২৪, ০৬:০৯ পিএম
গাইবান্ধায় দাবদাহে অস্থির মানুষদের তৃষ্ণা নিবারণে রাস্তায় নেমেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। তারা এ অঞ্চলের দু’হাজার সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেয়।
বুধবার (১ মে) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ইসলাম প্লাজার সামনে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী মানুষদের ঠান্ডা শরবত পান করতে দেওয়া হয়।
আরও পড়ুন: রাস্তা থেকে তুলে বৃদ্ধকে চিকিৎসা করালেন মোটর মেকানিক
এ সময় উপস্থিত ছিলেন - বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক আহবায়ক শহিদুল ইসলাম স্বপন, শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা সৈকত রহমান, শফিকুর রহমান সাজ্জাদ, জাহিদুর রউফ সাগর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সদস্য শক্তি রায় আকাশ, মিলন সরকার, সোহেল রানাসহ অনেকে।
বিদ্যুৎ সরকার নামে এক পথচারী বলেন, যেভাবে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাতে রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। গা দিয়ে শুধু ঘাম চুইয়ে পড়ে। এতে করে তৃষ্ণা লাগার পাশাপাশি শরীর দুর্বল হয়ে পড়ছে। এখন সব সময় শুধু ঠান্ডা পানি ও শরবত পান করতে মন চায়। এরই মধ্যে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষকে শরবত পান করতে দিচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ।
আরও পড়ুন: তীব্র দাবদাহে তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম স্বপন বলেন, দেশব্যাপী প্রচুর গরম ও তাপমাত্রা বেড়ে গেছে। এ কারণে গাইবান্ধার দু’হাজার সাধারণ মানুষের হাতে শরবত তুলে দিয়েছি।
প্রতিনিধি/ এমইউ