জেলা প্রতিনিধি
০১ মে ২০২৪, ১১:৪৯ এএম
নাশকতার পরিকল্পনার অভিযোগে নাটোরের লালপুরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে লালপুর উপজেলার ২ নম্বর ইশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব ও লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ রানাসহ ২০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, লালপুর উপজেলার ইশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত-শিবির নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। সকালে আসামিদের নাটোর আদালতে প্রেরণের জন্য থানা থেকে নেওয়া হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
প্রতিনিধি/এসএস