images

সারাদেশ

ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহনে পৃথক তিনটি দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানায় এসব ঘটনায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে ও বিকেলে পৃথক এই দুর্ঘটনাগুলো ঘটে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

পৃথক তিনটি ঘটনার মধ্যে দু'জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অপরজনের মৃত্যু হয়েছে পুকুরের পানিতে ডুবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দিনমজুর আলমগীর হোসেনের ছেলে।

একই ধরনের ঘটনায় ভোলা সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের মো. রফিক মিয়ার ছেলে।

আরও পড়ুন: বকশীগঞ্জে বিদ্যুৎস্পর্শে অটোরিকশা চালকের মৃত্যু

এছাড়াও বেলা সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাহমুদা নামের ছয় বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই ওয়ার্ডের দিনমজুর মো. আল-আমীনের মেয়ে।

প্রতিনিধি/ এমইউ