images

সারাদেশ

খাগড়াছড়িতে বলী খেলার আয়োজন

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম

ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া নতুনবাজার মাঠে ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় এ বলী খেলা।

আরও পড়ুন: নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত

এ খেলাটি উপভোগ করতে দুপুর ৩টা থেকে মাঠে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। এবারের বলী খেলায় অংশ নেন ১৩ জন বলী। অন্য খেলোয়াড়দের হারিয়ে এতে বিজয়ী হন সৃজন চাকমা। দ্বিতীয় হন আরশি মারমা এবং তৃতীয় হন ফাল্গুন ত্রিপুরা ।

এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আরও পড়ুন: সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ১ নম্বর খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা। এছাড়া জেলা খাগড়াছড়ি প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য গৌরী মালা ত্রিপুরা সেখানে উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানের পর আলোচনা সভা শেষে বলী খেলা ছাড়া ১৩টি খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিনিধি/ এমইউ