জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ এএম
চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও বাটার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত হাজীগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ।
নিহত শিশু শিক্ষার্থী উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও এলাকার নূরনবী পাটওয়ারীর ছেলে। সে হাজীগঞ্জ আল কারীম মাদরাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, তরীকুল ইসলাম হাজীগঞ্জ আল কারীম মাদরাসা থেকে কাজিরগাঁও খেলতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তরীকুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে সে মারা যায়।
ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টিবি