বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মহাসড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২২, ০২:০২ পিএম

শেয়ার করুন:

মহাসড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলায় গাড়ি চাপায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম হাফেজ নাজমুল হাসান (২৫)। তিনি সৈয়দপুরের আজিমপুর এলাকার এনামুল হাসানের ছেলে। তিনি জেলার কালাকচুয়া ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র এবং নিমসার এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এক গাড়ি হাফেজ নাজমুল হাসানকে চাপা দিয়ে চলে যায়। তবে সড়কে অনেক গাড়ি থাকাতে বুঝা যায়নি ঠিক কোন গাড়িটা তাকে চাপা দিয়েছে। পরে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর আরও জানান, নিহতের লাশ থানায় নেওয়া হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। যে গাড়িটি চাপা দিয়েছে তাকে শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।


বিজ্ঞাপন


এমএস/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর