images

সারাদেশ

অনুমোদনহীন রং ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি করায় জরিমানা

জেলা প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রং ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি, অনুমোদনহীন বিস্কুট তৈরি ও প্যাকেটজাত করার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর। এ সময় বিপুল পরিমাণ সেমাই ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ডিবির একটি আভিযানিক দলের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিকেলে নগরীর হারাগাছ থানার মজিদপাড়ায় ছামীম আকবরিয়া লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রং ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি, অনুমোদনহীন বিস্কুট তৈরি ও প্যাকেটজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমান সেমাই ধ্বংস করা হয়।

পরে রংপুর মিষ্টি ভাণ্ডরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করে মিষ্টি তৈরি করার অপরাধে ছয় হাজার টাকা জরিমানাসহ মিষ্টিতে ব্যবহৃত নিষিদ্ধ দ্রব্য ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজাহারুল ইসলাম। এ সময় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টিসিবির খেজুর মজুত করে বিক্রি, ডিলারসহ গ্রেফতার ২

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের নির্দেশনায় চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ