রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয়, পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শহরের নিউমার্কেট, প্রিন্স প্লাজা ও কবরী রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান, কাপড় ও মিষ্টির দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভুসির সঙ্গে ধানের তুষ মিশিয়ে বাজারজাত: ২ লাখ টাকা জরিমানা

অধিদফতরের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ জানান, ‘নিউমার্কেটে অভিযানের সময় মেসার্স হৃদয় ফ্যাশনে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে ৪০ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর কুমিল্লার খিড়া নদীর বাঁধ অপসারণ

এরপর প্রিন্স প্লাজায় মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে অভিযানের সময় ৭৫০ টাকা মুল্যের একটি শার্টে ২৮৫০ টাকার প্রাইস ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউসকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মিষ্টির প্রতিষ্ঠানগুলোকে ঈদে কোনো প্রকার শর্ত দিয়ে পণ্য বিক্রয় ও মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়।’


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর