images

সারাদেশ

মুন্সিগঞ্জে ৩ ঘণ্টা ধরে জ্বলছে সুপারবোর্ড কারখানা

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৪, ০৪:০৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ড কারখানায় লাগা আগুন তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

রোববার (২৪ মার্চ) বেলা ১টার দিকে টি কে গ্রুপের ওই কারখানায় আগুন লাগে। বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ১টা ২২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রথমে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

আগুন লাগা কারখানাটি টি কে গ্রুপের সুপার বোর্ড কারখানা বলে জানা গেছে। সেখানে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি রয়েছে। ফলে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো কিছু জানাতে পারেনি।

FF

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে। রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকা, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে। 

পরপর এসব অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার শঙ্কা করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নাশকতার কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি। 

জেবি