বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে পারটেক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

রোববার (২৪ মার্চ) বেলা ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণে কাজ করা সংস্থাটির মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন
শতাধিক দোকান পুড়িয়ে নিভল রূপগঞ্জের আগুন

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম জানান, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ১টা ২২ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রথমে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। 

আগুন লাগা কারখানাটি সিটি গ্রুপের সুপার বোর্ড কারখানা বলে জানা গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো কিছু জানাতে পারেনি। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর