জেলা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
রাজশাহী-২ (সদর) আসনে জোটগত সিদ্ধান্তে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে তার পথের কাঁটা হয়ে দাঁড়ান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছেন অধ্যক্ষ বাদশা।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীর কাছে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনবারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
আরও পড়ুন
রাজশাহী-২ (সদর) আসনে ১১২টি কেন্দ্রে ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪২৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে ৫৫ হাজার ১৪১ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাকে ২৩ হাজার ৭১৮ ভোটের ব্যবধানে পরাজিত করলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা।
আওয়ামী লীগ নেতা বাদশার জয়ে নগরীজুড়ে উল্লাস প্রকাশ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেছেন তারা।
প্রতিনিধি/এইউ