ফরিদপুরের আলোচিত দুটি আসনে এগিয়ে রয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে ফরিদপুর-৩ (সদর) আসনে এ. কে. আজাদ এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে এগিয়ে আছেন মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
বিজ্ঞাপন
ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১২৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন এক লাখ ১৩ হাজার ৬৪৩ ভোট। আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৫৮ হাজার ১৩৮ ভোট।
আর ফরিদপুর-৪ আসনে ১৮৯টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্যাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৭৪ ভোট।
ফরিদপুরের চারটি আসনের মধ্যে এই দুটি আসন শুরু থেকেই আলোচনায়। নির্বাচনে আগের প্রধানমন্ত্রী ফরিদপুরে গিয়ে জনসভা করে নৌকা প্রতীকে ভোট চেয়েছিলেন। ফরিদপুরের মানুষ টাকার কাছে বিক্রি হবে না বলেও মন্তব্য করেছিলেন সরকারপ্রধান।
বিজ্ঞাপন
এদিকে ফরিদপুর-২ আসনেও নৌকা প্রতীকের প্রার্থী পিছিয়ে থাকার খবর পাওয়া গেছে। একমাত্র ফরিদপুর-১ আসন ছাড়া তিনটিতে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে স্বতন্ত্র যারা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
জেবি