images

সারাদেশ

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় তরুণীর আত্মহত্যা 

জেলা প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

images

কক্সবাজারের চকরিয়ায় অভিভাবক প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের তিন মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাজমিন বেগম (১৮) নামে এক তরুণী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯নম্বর ওয়ার্ড কোরবানীয়াঘোনা গ্রামে তরুণীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। সদ্যবিবাহিতা তাজমিন বেগম ওই গ্রামের আলী আকবরের মেয়ে।

আরও পড়ুন: অবশেষে বাংলাদেশি স্বামীর ঘরে ফিরলেন সেই ভারতীয় তরুণী

স্থানীয় লোকজন জানান, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সামাজিক পাড়ার বাসিন্দা নুরুল হোসেনের ছেলে জাবেদুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে পরিবারের অমতে দুজন পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কোনো পক্ষই এই বিয়ে মেনে নিতে রাজি নয়। গত এক মাস ধরে তাজমিন বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের চালার সঙ্গে রশি বেঁধে গলায় প্যাঁচ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।