images

সারাদেশ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

উপজেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ এএম

ছুটে আসা ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে মেহেদী হাসান রিয়াদ (২০) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী ৯ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেহেদী বাবার সঙ্গে কৃষিকাজ করত। সন্ধ্যায় মেহেদী রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার নিথর দেহ বাড়িতে নিয়ে আসে। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলওয়ে পুলিশ (জিআরপি)।

 

আরও পড়ুন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাহ আলম ঢাকা মেইলকে বলেন, সন্ধ্যার দিকে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে আমার গ্রামের ওই ছেলে মারা গেছে। খবর পেয়ে আমি তাদের বাড়িতে ছুটে এসেছি। ছেলেটা তার বাবাকে কৃষিকাজে সবসময় সহযোগিতা করত।

 

এ বিষয়ে রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন ঢাকা মেইলকে বলেন, দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে আমরা পৌঁছানোর আগেই পরিবারের সদস্যসহ অন্যরা লাশ বাড়িতে নিয়ে যায়।

বর্তমানে নিহতের বাড়িতে অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ছেলেটির মাথার পেছনের অংশ ও হাত থেঁতলে গেছে। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে লাশের ময়নাতদন্ত নিয়ে আলোচনা চলছে।

প্রতিনিধি/আইএইচ