সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সফিউল আলম (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার সদরের পঞ্চগড়- ঢাকা  মহাসড়কের মুনস্টার হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত সফিউল ইসলাম বোদা পৌর এলাকার পশ্চিম সাতখামার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নিজের ভ্যান নিয়ে মুনস্টার হোটেলের সামনে থেমে মহাসড়কে উঠছিলেন। এসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহায়তায় আটক করা হলেও চালক পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর