images

ককপিট

বিমান ভ্রমণে সঙ্গে কী নেবেন, কী নেবেন না

এভিয়েশন ডেস্ক

২১ মার্চ ২০২২, ০৪:৩২ পিএম

বাস, ট্রেনের চেয়ে বিমান ভ্রমণ আলাদা। তাই আকাশ পথে ভ্রমণে রয়েছে কিছু বিধি-নিষেধ। বিশেষ করে বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো। বিমানে কী বহন করতে পারবেন, কী বহন করতে পারবেন না তা অনেকেরই জানা নেই। ফলে ভ্রমণের সময় বিপত্তি বাধে। জানুন, বিমান ভ্রমণে সঙ্গে কী নেবেন, কী নেবেন না। 

AIR TRAVEL  দরকারি জিনিস নিজের কাছে রাখুন 

ক্যারি-অন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে নিজের সঙ্গে রাখবেন সেখানে টাকা-পয়সা, গহনা, ভ্রমণ ও চাকরি সংক্রান্ত কাগজপত্র রাখবেন।

আরও পড়ুন: ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত?

২০ কেজি বহনের অনুমতি 

চেক-ইন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে দেবেন, সে ব্যাগ ওজন করবেন এবং ২০ কেজি ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন।

AIR TRAVELশক্ত করে ব্যাগ বেঁধে রাখুন

ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেধে নেবেন। যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায়। ভ্রমণের জন্য হালকা কিন্তু শক্ত উপাদান দিয়ে তৈরি এবং ভালো তালার ব্যবস্থাসহ ব্যাগ কিনবেন।

আরও পড়ুন: প্রথমবার বিমান ভ্রমণে যা যা জেনে রাখা ভালো

ব্যাগে নাম ঠিকানা লিখুন

প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখে রাখবেন। বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করবেন।

AIR TRAVELযেসব জিনিস বহন নিষিদ্ধ

কখনোই ধারালো বস্তু, যেমন- বেড, কাঁচি, ছুরি ইত্যাদি বহন করবেন না। এগুলো সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেয়া হয়।

নিষিদ্ধ কোনো জিনিস ব্যাগে নেয়া যাবে না।

প্লেনে ও এয়ারপোর্টে ধূমপান নিষিদ্ধ। প্লেনে মোবাইল ফোন ও ট্রানজিষ্টার রেডিও ব্যবহার করা নিষেধ।

আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকজাতীয় পর্দাথ বহন করবেন না। 

নিষিদ্ধ মাদক ও ড্রাগ ভুলেও নেবেন না। 

আগুন ধরে এমন তরল পর্দাথ (লাইটার) বহন নিষিদ্ধ। 

দুর্গদ্ধ বের হয় এমন পদার্থ সঙ্গে নেয়া নিষিদ্ধ। যেমন- মাংস, দুধ, ডিম ও অন্যান্য পোল্ট্রিজাতীয় খামার, ফুল, ফল, সবজি, পান, গুল, সাদাপাতা ইত্যাদি।

AIR TRAVELব্যাগ হারিয়ে গেলে করণীয়

বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারানো গেলে সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান। ক্লেইম ফরম পূরণ করুন। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে বের করে আপনার চুড়ান্ত গন্তব্যে যোগাযোগ করবে।

আপনার হারানো ব্যাগ আপনাকে পৌছে দেয়া হবে। না পাওয়া গেলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেয়া হবে।

এজেড