images

ককপিট

ঢাকা টু য‌শোর বিমান ভাড়া কত?

এভিয়েশন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৩ এএম

খুলনা বিভাগের যশোর জেলা দেশের প্রাচীন জনপদগুলোর অন্যতম। পর্যটনের চেয়েও এই অঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি। কেননা, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর এই জেলায় অবস্থিত। এছাড়া বেশকিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। যেমন— চাঁচড়া জমিদার বাড়ি, গদখালি ফুলের বাগান, মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী, কালেক্টরেট পার্ক, যশোর আইটি পার্ক ইত্যাদি।

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সাধারণত ট্রেন ও বাসে যাতায়াত করেন ব্যবসায়ীরা। কিন্তু এতে সময় লাগে ১০ থেকে ১২ ঘণ্টা। তাই ব্যবসায়িক কাজে সময় বাঁচাতে বিমানে যাওয়া-আসা করেন অনেকেই। য‌শোরে বিমানে যেতে সময় লাগে এক ঘণ্টারও কম সময়।

আরও পড়ুন: ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত?

বর্তমানে ঢাকা থেকে য‌শোর রুটে প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ারের ফ্লাইট চলাচল করে। ঢাকা টু য‌শোর বিমান ভাড়া জানুন।

us banglaইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা-য‌শোর রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট চলাচল করে। ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ১৯৫ টাকা, সর্বোচ্চ ভাড়া ৮ হাজার ৪০০ টাকা। ঢাকা থেকে য‌শোর যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৩৯০ টাকা।

Biman Bangladesh Airlinesবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা টু য‌শোর রুটে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ১৯৫ টাকা, সর্বোচ্চ ভাড়া ৭ হাজার ৩০০ টাকা। ঢাকা থেকে য‌শোর যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৩৯০ টাকা।

Novoairনভোএয়ার

ঢাকা-য‌শোর রুটে নভোএয়ার এর ফ্লাইটগুলোর সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ১৯৫ টাকা, সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকা। ঢাকা থেকে য‌শোর যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার ৩৯০ টাকা।

মালামাল পরিবহন

বাণিজ্যিক অঞ্চল হওয়ায় মালামাল পরিবহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী ইকোনমি শ্রেণীতে ২০ কেজি মাল বহন করতে পারবেন। কেবিন লাগেজে বহন করতে পারবেন ৭ কেজি। বিজনেস শ্রেণীতে ৩০ কেজি মাল এবং কেবিন লাগেজে ৭ কেজি নিতে পারবেন। এই পণ্য পরিবহনে কোনো টাকা দিতে হবে না। কিন্তু এর বেশি পণ্য পরিবহন করতে চাইলে অতিরিক্ত টাকা দিতে হবে।

এমএইচটি/এজেড