images

ককপিট

বিমানের পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন।

রোববার (১৫ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিমানের চেয়ারম্যান ছাড়া পরিচালনা পর্ষদের বাকি সব সদস্যরা অপরিবর্তিত থাকবেন। ১৩ সদস্যের বিমান পরিচালনা পর্ষদে চেয়ারম্যান একজন, বাকিরা পরিচালক।

>> আরও পড়ুন: এবার সংসদীয় কমিটির সভাপতির পদও হারালেন খন্দকার মোশাররফ

মোস্তফা কামাল উদ্দীন বিসিএস পঞ্চম ব্যাচের কর্মকর্তা। ২০১৭ সালের আগস্ট থেকে তিনি জননিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি তিনি চাকরি থেকে অবসর নেন। এর তিন দিনের মাথায় তাকে বিমানের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হলো।

এর আগে বিমানের চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ মেয়াদ শেষ করেছেন সাজ্জাদুল হাসান। বিমানের চেয়ারম্যান হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর তাকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এমআইকে/আইএইচ