নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
সম্প্রতি নেপালের কোনো আদালতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে রায় প্রদানের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে দেশের অন্যতম এই বিমান সংস্থা। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে তারা ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’ আখ্যা দিয়েছে।
শনিবার (২৬ জুলাই) ইউএস-বাংলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, একটি বিদেশি দৈনিকের অসত্য তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম আদালতের কোনো অনুলিপি ব্যতীত কোনো সংবাদ পরিবেশন করা উচিত নয়।
বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তারা কাঠমান্ডু পোস্টের এই ধরনের প্রতিবেদনের জন্য খুব শিগগিরই দৈনিকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এইচজে/এএস