রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যাত্রীদের উদ্দেশে যা বলল ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

যাত্রীদের উদ্দেশে যা বলল ইউএস-বাংলা এয়ারলাইন্স

আগামীকাল মঙ্গলবার (৬ মে) এয়ারপোর্ট অভিমুখী রাস্তায় তীব্র যানজটের আশংকা রয়েছে জানিয়ে যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, আগামীকাল ৬ মে, বিশেষ করে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০মিনিটের মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদেরকে নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, আগামীকাল এয়ারপোর্ট অভিমুখী রাস্তায় তীব্র যানজটের আশংকা রয়েছে। সুতরাং ফ্লাইট মিসের সম্ভাবনা এড়াতে সময় হাতে নিয়ে রওনা দিন।

us-bangla1

উল্লেখ্য, যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


বিজ্ঞাপন


বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে নানা পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রার দিনের মতো ফেরার দিনেও নেতাকর্মীদের ঢল নামবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তায় নেতাকর্মীরা অভ্যর্থনায় থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে মঙ্গলবার (৬ মে) সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় বিপুল নেতাকর্মী সড়কে থাকায় স্বাভাবিকভাবেই যানজট তৈরি হবে এবং এতে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর