এভিয়েশন ডেস্ক
১২ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম
আকাশপথে চলা যেকোনো দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, মানবিক আবেগেরও বিষয়। একেকটি বিমান দুর্ঘটনার খবর মানেই শত শত প্রাণের হারানো আর অজস্র প্রশ্নের উদয়। এই প্রশ্নগুলোর একটি হচ্ছে—‘বিমান দুর্ঘটনার আগে কি পাইলট রেডিওতে ‘মে ডে’ কল করেন?’ এই প্রতিবেদন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই।
‘May day’ হলো এক ধরনের আন্তর্জাতিক জরুরি সংকেত। এটি ফরাসি শব্দ "m'aider" থেকে এসেছে, যার অর্থ—"আমাকে সাহায্য করুন।"
একজন পাইলট যখন তার বিমানে গুরুতর বিপদ অনুভব করেন—যেমন ইঞ্জিন বিকল, আগুন, ককপিটে ধোঁয়া, কন্ট্রোল হারানো, জ্বালানি ফুরিয়ে যাওয়া ইত্যাদি—তখন তিনি এটিসি (Air Traffic Control)-কে রেডিওর মাধ্যমে বারবার বলেন:
"Mayday, Mayday, Mayday – This is [Flight Number]…"
এই কল দিলে এটিসি অন্যান্য বিমানের যোগাযোগ বন্ধ করে দেয় এবং ঐ বিমানের জন্য সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করে।

না, সব বিমান দুর্ঘটনার আগে ‘মে ডে’ কল পাঠানোর সুযোগ থাকে না। বিশেষজ্ঞদের মতে, তিন ধরনের পরিস্থিতিতে পাইলট 'মে ডে' কল দিতে পারেন বা পারেন না-
যদি সমস্যাটি ধীরে ধীরে বাড়ে—যেমন ইঞ্জিনের একটি বিকল হয়ে গেল, জ্বালানি কমে যাচ্ছে, আবহাওয়া খারাপ ইত্যাদি—তখন পাইলট সাধারণত রেডিও মারফত ‘মে ডে’ কল করেন।
বিমান যদি হঠাৎ করে ব্রেক আপ করে, আগুন ধরে যায় বা কন্ট্রোল হারিয়ে এক সেকেন্ডের মধ্যে ক্র্যাশ হয়, তখন পাইলটের মে ডে কল দেওয়ার সময় থাকে না। অনেক ঘটনাতেই তাই কোনো ‘মে ডে’ রেকর্ড পাওয়া যায় না।
‘মে ডে’ ছাড়া আরেকটি সংকেত রয়েছে—"Pan Pan"—যেটি অপেক্ষাকৃত কম বিপদের সময় ব্যবহার করা হয়। এটি ব্যবহার করে পাইলট জানান, জরুরি অবস্থা রয়েছে, কিন্তু তাৎক্ষণিক বিপদ নয়।

এয়ার ফ্রান্স ৪৪৭ (২০০৯):
বিমানে সেন্সর বিকলের কারণে পাইলটরা কনফিউজড হয়ে পড়েন। তাদের কোনো মে ডে কল রেকর্ড হয়নি।
ইথিওপিয়ান এয়ারলাইন্স (২০১৯):
পাইলট কয়েক সেকেন্ড আগে ‘Mayday’ কল পাঠিয়েছিলেন। কিন্তু বিমান দ্রুত গতিতে মাটি স্পর্শ করে।
ইউএস এয়ারওয়েজ ফ্লাইট ১৫৪৯ (২০০৯):
পাখির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিন বিকল হলেও পাইলট (চেলসি সালেনবার্গার) দক্ষতার সঙ্গে মে ডে কল দেন ও বিমান হাডসন নদীতে অবতরণ করান। সবাই বেঁচে যান।
বাংলাদেশ প্রসঙ্গেও কিছু তথ্য:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লেও অভিজ্ঞ পাইলটরা ‘প্যান প্যান’ কলের মাধ্যমে নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন।
২০২০ সালের একটি ঘটনায়, রাজশাহীগামী একটি ফ্লাইটে যান্ত্রিক সমস্যা দেখা দিলে ‘প্যান প্যান’ কল করে সেটি ঢাকায় ফিরে আসে।
আরও পড়ুন: ঝড় বৃষ্টিতে বিমান চলাচলে কি সমস্যা হয়?
মে ডে কলের সারসংক্ষেপ
পাইলটরা মে ডে কল করে থাকেন যদি সময় ও পরিস্থিতি অনুমতি দেয়
হঠাৎ দুর্ঘটনায় অনেক সময় মে ডে কল দেওয়ার সুযোগই থাকে না
মে ডে কলের তথ্য পাইলটের উপস্থিতি, ধৈর্য, ও প্রশিক্ষণের প্রমাণ বহন করে
সব মে ডে কল সফল হয় না, তবে তা অনেক সময় জীবন বাঁচাতে সাহায্য করে
এজেড