images

ককপিট / লাইফস্টাইল

ফার্স্টট্রিপ দিচ্ছে ঈদ ভ্রমণে বিশাল ছাড়

এভিয়েশন ডেস্ক

২১ মে ২০২৫, ১১:৪৮ এএম

এই ঈদে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ, কারণ ফার্স্টট্রিপ নিয়ে এসেছে ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন “১০ দিন খুশির দিন”! দেশ বা বিদেশ যেদিকেই যাত্রা হোক, ফার্স্টট্রিপ দিচ্ছে চমৎকার সব অফার, অবিশ্বাস্য রেটে ফ্লাইট এবং দেশের যেকোনো প্রান্তে হোটেল বুকিং সুবিধা।

ফার্স্টট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে মিলছে ২১% পর্যন্ত ছাড়, আর দেশের অভ্যন্তরে যেকোন প্রান্তে ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১% পর্যন্ত ছাড়। হোটেল বুকিং এ পাচ্ছেন সর্বোচ্চ ৬৭% ছাড়, এই অফার প্রযোজ্য হবে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত। কেবল ফার্স্টট্রিপ এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে বুকিং-এর ক্ষেত্রে এই অফার মিলবে। 

এ বিষয়ে ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, ‘ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনের সাথে আনন্দ, আর ঘোরাঘুরি। আমরা চাই এই আনন্দ ফার্স্টট্রিপের মাধ্যমে যেকোনো ফ্লাইট কিংবা হোটেল বুকিং হোক আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। তাই এই ঈদে আমরা দেশের ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।’ 

আরও পড়ুন-

এই ঈদের ১০ দিন ফার্স্টট্রিপের সঙ্গে আপনার আনন্দ স্মৃতিগুলো হোক আরও রঙিন, আরও প্রাণবন্ত। ঈদের আনন্দ যাত্রাকে সহজ করতে এখনই বুক করতে পারেন আপনার পছন্দের গন্তব্যের ফ্লাইট ও হোটেল ফার্স্টট্রিপ থেকে। ফার্স্টট্রিপের সঙ্গে ভাগ করে নিন ঈদের প্রতিটি আনন্দময় মুহূর্ত—যেখানে খুশি, সেখানে ভ্রমণ।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল টেকনোলজি প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ লিমিটেড কাস্টমারদের দিচ্ছে সহজ রিফান্ড, ঝামেলাহীন রি-ইস্যু সুবিধা,এবং আকর্ষণীয় ইএমআই সুবিধাসহ হলিডেইজ প্যাকেজ। 

ঈদের অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ইন্সটল করুন। যেকোনো প্রয়োজনে ফোন- ০৯৬১৩১৩১৪১৫ অথবা মেইল করুন- ask@firsttrip.com