images

অটোমোবাইল

বাজাজ ডিসকভার ১৫০ মডেল আসছে 

অটোমোবাইল ডেস্ক

০৮ মে ২০২৩, ০৯:০৮ এএম

বাজাজের ডিসকভার সিরিজের মোটরসাইকেল ভক্তদের জন্য সুখবর! শিগগিরই ১৫০ সিসির ডিসকভার মডেল আনছে ভারতীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন ডিসকভার ১৫০ সিসির মডেল হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত। 

আরও পড়ুন: বাইকের রিজার্ভ ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি কত?

ডিসকভার ১৫০ মডেল আসছে অ্যাগ্রেসিভ ডিজাইনে। এতে থাকবে হাই-টেক ফিচার। 

bajajভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিসকভার নতুন মডেল আসবে বাজাজ ডিসকভার ১৫০ নামে। এর আগে বাজাজ ১২৫ সিসির ডিসকভার মডেল তৈরি করেছিল। 

আরও পড়ুন: মোটরসাইকেলের সামনের না পেছনের ব্রেক ব্যবহার করা ভালো? 

নতুন ডিসকভার ১৫০ মডেলে ১৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন থাকার কথা রয়েছে। এতে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস প্রযুক্তি দিতে পারে বাজাজ। 

এছাড়াও নতুন ডিসকভারের লাইটিং সিস্টেম হবে সম্পূর্ণ এলইডি। এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল থাকবে। 

bajaj৫ স্পিড গিয়ারবক্সে বাইকটি বাজারে আসবে। এর ইঞ্জিনের কুলিং সিস্টেম হবে এয়ার কুলড। কার্বুরেটর ইঞ্জিনে বাইকটি বাজারে আসতে পারে। 

এজেড