images

অটোমোবাইল

মারুতি সুজুকি জিমনি: কম দামে এসইউভি গাড়ি

অটোমোবাইল ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ এএম

যারা এতদিন সাশ্রয়ী দামে স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য সুখবর। ভারত ও জাপানোর যৌথ উদ্যোগে বাজারে এলো মারুতি সুজুকি জিমনি গাড়ি। এই এটি অফরোড এসইউভি গাড়ি। এই গাড়ির হাত হাতের নাগালে। ভারতে গাড়িটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ লাখ রুপিতে। 

আরও পড়ুন: পালসার মোটরসাইকেলের দাম কমল

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত অটো মোবাইল শোতে মারুতি সুজুকি জিমনি মডেল প্রদর্শন করা হয়। এই সময় এই গাড়ি বিক্রির ঘোষণা দেওয়া হয়। 

carইতিমধ্যে ভারতে এই গাড়ির চাহিদা বেড়েছে। গাড়িটি কেনার জন্য ইতিমধ্যে প্রি-বুকিং দিচ্ছেন অনেকেই। 

আরও পড়ুন: আউডি ই-ট্রন: দে‌শে এলো বিলাসবহুল ইলেক‌ট্রিক গা‌ড়ি

মারুতির এই অফরোডার এসইউভি জিমনি ঘিরে শুরু হয়েছে নতুন উন্মাদনা। কোম্পানি জানিয়েছে, ইতিমধ্যেই এই দুই গাড়ির বিপুল সংখ্যক বুকিং করেছে ক্রেতা।

suv

জিমনি এখনও পর্যন্ত ৯০০০-এরও বেশি বুকিং পেয়েছে।  বুকিংয়ের অর্থ বাড়িয়ে দেওয়ার পরও এর চাহিদা কমছে না। ইন্ডিয়া-স্পেক মডেলটিতে পাওয়া যাবে ৫ দরজা। এটি ভারতের পর অন্যান্য বাজারে পাঠানো হবে।

suvজিমনি হল আরও রাফ মডেল। যাতে বডি-অন-ফ্রেম, একটি পুরানো বক্সি ডিজাইন দেওয়া হয়েছে। এর আদল ও বড় কেবিন বাস্তবেই কাজে লাগবে। মডেলটি মাত্র দুটি ভেরিয়েন্টে বিক্রি হবে - জেটা ও আলফা। দুই গাড়ি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় গিয়ারবক্স ও ফোর-হুইল ড্রাইভসহ বাজারে আসবে।

এজেড