images

অটোমোবাইল

কম দামে নতুন মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৩, ০৪:০৪ পিএম

আপনি যদি সবচেয়ে কম দামে নতুন মোটরসাইকেল কিনতে চান তবে আপনার প্রথম পছন্দ হতে পারে রানার। প্রতিষ্ঠানটির এডি৮০এস অ্যালয় মডেলটি দেশের সবচেয়ে কম দামের মোটরসাইকেল। এই বাইকের বর্তমান মূল্য মাত্র ৬০ হাজার টাকা। আগে এটি বিক্রি হতো ৮৩ হাজার টাকা। 

শুরুতে এডি৮০ মডেল পাওয়া যেতে স্পোকের রিমে। এখন এডি৮০ মডেল পাওয়া যাচ্ছে অ্যালয় রিমে। 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি সাইকেল

রানার এডি৮০এস মডেলে ৮০ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ৬.১৪ বিএইচপি শক্তি এবং ৫.৭ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।

runnerরানার দাবি করছে এই বাইক এক লিটার জ্বালানিতে ৬০ কিলোমিটার পথ চলে। 

৮৪ কেজি ওজনের এই বাইকের উভয় চাকায় টিউব টায়ার দিয়েছে রানার। বাইকটি সেলফ ও কিক স্টার্টার রয়েছে। 

সাশ্রয়ী দামের এই মডেলের ফুয়েল ট্যাংকে ৭.৫ লিটার জ্বালানি ভরা যায়। 

বাইকটির টপ স্পিড ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটি সম্পূর্ণ বাংলাদেশি তৈরি। 

এজেড