শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বিশ্বের সবচেয়ে দামি সাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

বিশ্বের সবচেয়ে দামি সাইকেল

বিশ্বের সবচেয়ে দামি সাইকেল হারলে ডেভিডসনের দখলে। আমেরিকান এই কোম্পানিটি সম্প্রতি একটি ইলেকট্রিক বাইক তৈরি করেছে। যা মাউন্টেন বাইক হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এই বাইকের দাম অত্যাধিক। মোটরসাইকেল, মোটরগাড়ির চেয়েও বেশি দামি এই সাইকেল। 

রয়েল এনফিল্ড ব্যাশ/এমটিএন মডেলের এই ই-বাইকে থাকছে ৫২৯ ওয়াট আওয়ারের ব্যাটারি। যা এক চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। 


বিজ্ঞাপন


cycleহারলে ডেভিডসন দাবি করছে, মাত্র ৫ ঘণ্টায় তাদের ই-বাইকের ব্যাটারি ফুল চার্জ হবে। ফাস্ট চার্জিংয়ে মাত্র ২.৫ ঘণ্টায় ৭৫ শতাংশ ব্যাটারি চার্জ হবে।

শক্তপোক্ত ডিজাইনে সাইকেলটি তৈরি করা হয়েছে। ফলে পাহাড়ি রাস্তায় অনায়াসেই চালানো যাবে। 

তবে কোম্পানির দাবি এই ইলেকট্রিক সাইকেল হার্ডকোর ট্রেল রাইডারদের জন্য নয়। অর্থাৎ এই সাইকেল নিয়ে পাহাড়ের ঢালে অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার করা না গেলেও টুকটাক অফরোডিংয়ে নিয়ে যাওয়া যাবে। 

cycleএই সাইকেলের সামনে ও পিছনে কোন সাসপেনশন ব্যবহার হয়নি। এই কারণে হার্ড কোর ট্রেল রাইডে এই ইলেকট্রিক সাইকেলে সমস্যা হতে পারে।


বিজ্ঞাপন


এই ইলেকট্রিক সাইকেলটি ঘণ্টায় সর্বোচ্চ ৩২ কিলোমিটার বেগে ছুটবে। নতুন সাইকেলের দুই চাকায় ২০৩ মিলিমিটারের হাইড্রলিক ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

লিমিটেড এডিশনের এই সাইকেলের দাম ৩৯৯৯ মার্কিন ডলার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর