images

অটোমোবাইল

নিশ্চিত পুরষ্কারসহ বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে মিতসুবিশি

অটোমোবাইল ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

গ্রাহকদের লাইফস্টাইল ও ভ্রমণ অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে মিতসুবিশি মোটরস বাংলাদেশ নতুন হলিডে ক্যাম্পেইন ‘ফ্রম ইগনিশন টু ড্রিম ডেস্টিনেশন’ শুরু করেছে। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। এর আওতায়, প্রতিটি নিশ্চিত বুকিংয়ের সঙ্গে গ্রাহকরা লাইফস্টাইল ভাউচারসহ প্রিমিয়াম ইলেকট্রনিকস পণ্য, দেশে বিদেশ অবকাশ যাপন ও ভ্রমণের সুযোগ পাবেন।

ক্যাম্পেইনে অংশ নিতে, দেশের যেকোন মিতসুবিশি অনুমোদিত শোরুম থেকে মিতসুবিশি এক্সপ্যান্ডার, এক্সপ্যান্ডার ক্রস, আউটল্যান্ডার স্পোর্ট, এক্লিপস ক্রস এবং আসন্ন মিতসুবিশি ডেস্টিনেটর মডেলটি বুকিং করতে হবে। গাড়ি ডেলিভারির পর গ্রাহকরা নিশ্চিত গিফট ভাউচার এবং প্রতিটি সাপ্তাহিক র‍্যাফেল ড্র-তে অংশগ্রহণের সুযোগ পাবেন।

র‍্যাফেল ড্র-এর পুরস্কার তালিকার গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে ঢাকা-টোকিও-ঢাকা ভ্রমণের সুযোগ। আরও থাকবে; কুয়ালালামপুরে ভ্রমণ, কক্সবাজারে অবকাশ যাপন, র‍্যানকন গুগল টিভিসহ বিভিন্ন প্রিমিয়াম ইলেকট্রনিকস পণ্য এবং প্রতিটি নিশ্চিত বুকিংয়ের সঙ্গে ১০,০০০ টাকা মূল্যের লাইফস্টাইল ও ট্রাভেল ভাউচার জেতার সুযোগ। মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও শোরুমগুলোতে নিয়মিত সাপ্তাহিক বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কী? সাধারণ হাইব্রিডের চেয়ে এটি কেন আলাদা

ক্যাম্পেইন সম্পর্কে মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, “নতুন বছর মানেই নতুন শুরুর সময়। ফ্রম ইগনিশন টু ড্রিম ডেস্টিনেশন’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু একটি গাড়ি কেনার অভিজ্ঞতা নয়, বরং গ্রাহকদের ভিন্ন এক অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করছি। নিশ্চিত লাইফস্টাইল ভাউচার থেকে শুরু করে বিদেশ ভ্রমণের সুযোগ প্রদানের মাধ্যমে প্রতিটি গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।” 

মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুইদুর রহমান তানভীর বলেন, “মিতসুবিশি মোটরস বাংলাদেশ গ্রাহকদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠায় বরাবরই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। তারই ধারাবাহিকতায়, ‘ফ্রম ইগনিশন টু ড্রিম ডেস্টিনেশন’ ক্যাম্পেইনের সূচনা, যেখানে গ্রাহকদের জন্য আমরা ও আমাদের পার্টনার ব্র্যান্ডস মিলে আকর্ষণীয় সব অফার দিচ্ছি। এটি আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ প্রয়াস।”

এই ক্যাম্পেইনের ট্রাভেল পার্টনার শেয়ারট্রিপ এবং লাইফস্টাইল পার্টনার র‍্যানকন ইলেকট্রনিকস ও র‍্যাংগস ই-মার্ট। এছাড়া, ব্যাংকিং পার্টনার হিসেবে থাকছে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক, যেখানে গ্রাহকরা স্পেশাল ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি-তে বিশেষ ছাড়, দ্রুত ঋণ অনুমোদনসহ অতিরিক্ত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

এজেড