অটোমোবাইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
দুই চাকার বাহন মোটরসাইকেল কেবল যাতায়াতের মাধ্যম নয়, অনেকের কাছে এটি এক আবেগের নাম। বিশেষ করে যারা জীবনের প্রথম বাইকটি কিনতে যাচ্ছেন, তাদের মধ্যে কাজ করে এক অন্যরকম উত্তেজনা। তবে এই উত্তেজনার আতিশয্যে অনেকেই কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার কারণে স্বপ্নের বাইকটি কয়েকদিন পরই বোঝা হয়ে দাঁড়ায়। সঠিক পরিকল্পনা আর যাচাই-বাছাইয়ের অভাবে শখের বাইকটি যেন আপনার বিরক্তির কারণ না হয়ে ওঠে, সেজন্য কেনার আগেই সচেতন হওয়া জরুরি।
১. প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সিসি’র বাইক নির্বাচন
প্রথম বাইক কেনার সময় অনেকেই গতি এবং স্টাইলের কথা ভেবে উচ্চ সিসি’র (ইঞ্জিন ক্ষমতা) স্পোর্টস বাইক বেছে নেন। কিন্তু একজন নতুন চালকের জন্য শক্তিশালী ইঞ্জিনের বাইক নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনি শহরের জ্যামে ভারী বাইক চালানো কষ্টকর হয়ে পড়ে। তাই প্রথম বাইক হিসেবে এমন একটি সিসি বা মডেল নির্বাচন করা উচিত যা আপনার উচ্চতা ও ওজনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সহজে নিয়ন্ত্রণ করা যায়।

২. মাইলেজ ও রক্ষণাবেক্ষণ খরচ উপেক্ষা করা
বাইক কেনার সময় আমরা কেবল শোরুম প্রাইস বা এককালীন দামের দিকে নজর দেই। কিন্তু দীর্ঘমেয়াদে বাইকের আসল খরচ হলো এর ফুয়েল বা মাইলেজ এবং প্রতি মাসের সার্ভিসিং খরচ। অনেক নতুন বাইকার বেশি মাইলেজের পরিবর্তে লুকস বা পারফরম্যান্সকে প্রাধান্য দেন, যার ফলে পরবর্তীতে তেলের পেছনে বিশাল অঙ্কের টাকা খরচ করতে গিয়ে হিমশিম খেতে হয়। এছাড়া স্পেয়ার পার্টসের সহজলভ্যতা এবং সার্ভিসিং সেন্টারের দূরত্বের বিষয়টি মাথায় না রাখলে মেইনটেন্যান্স খরচ আপনার বাজেট ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন: বাইকে বারে বারে অল্প অল্প তেল ভরা ভালো না কি ফুল ট্যাংক করা উচিত?

৩. রাইডিং গিয়ার ও নিরাপত্তার বাজেটে কাটছাঁট
প্রথম বাইক কেনার আনন্দের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বা রাইডিং গিয়ারের কথা অনেকেই ভুলে যান। বাজেট যখন একটু টানটান থাকে, তখন অনেকেই ভাবেন—বাইকটা তো আগে কিনি, হেলমেট বা গ্লাভস পরে কেনা যাবে। আবার অনেকে সস্তা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন। এটি একটি মারাত্মক ভুল। মনে রাখবেন, একটি ভালো মানের সার্টিফাইড হেলমেট এবং সেফটি গিয়ার আপনার জীবনের সুরক্ষাকবচ। বাইক কেনার বাজেটের মধ্যেই নিরাপত্তার জন্য আলাদা একটি অংশ বরাদ্দ রাখা উচিত, নতুবা যেকোনো ছোট দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।
এজেড