images

অটোমোবাইল

আধুনিক ফিচার ও শক্তিশালী ইঞ্জিনে এলো টাটা পাঞ্চ ফেসলিফট

অটোমোবাইল ডেস্ক

১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

গাড়িপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এলো টাটা পাঞ্চের নতুন ফেসলিফট সংস্করণ। নজরকাড়া ডিজাইন আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই গাড়িটি ইতিমধ্যেই রাস্তায় দেখা গেছে। নতুন টাটা পাঞ্চ ফেসলিফটটি মোট ছয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্মার্ট, পিওর, পিওর+, অ্যাডভেঞ্চার, অ্যাকমপ্লিশড এবং অ্যাকমপ্লিশড+ এস। এবারের মডেলে ফিচারের বড় আপগ্রেডের পাশাপাশি যুক্ত করা হয়েছে শক্তিশালী টার্বো পেট্রোল ইঞ্জিন।

নতুন পাঞ্চে কী কী ফিচার থাকছে?

নিরাপত্তার দিক থেকে নতুন পাঞ্চে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। আগের সংস্করণে মাত্র দুটি এয়ারব্যাগ থাকলেও এখন স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ৬টি এয়ারব্যাগ। ইন্টেরিয়রে বড় পরিবর্তনের মধ্যে রয়েছে ১০.২৫ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন এবং একটি ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। চালকের সুবিধার্থে এতে যুক্ত করা হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ব্লাইন্ড ভিউ মনিটর।

আরও পড়ুন: এসইউভি-প্রেমীদের জন্য সুখবর: ২০২৬ সালে বাজারে আসছে দাপুটে এই ৩ গাড়ি

অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলো হলো-

ড্যাশবোর্ড: টাচ-ভিত্তিক ক্লাইমেট কন্ট্রোল প্যানেল এবং বর্ধিত থাই সাপোর্ট।

tata

লাইটিং: এলইডি হেডলাইট, ফগ ল্যাম্প এবং আকর্ষণীয় ডিআরএল (DRL)

কমফোর্ট: রিয়ার এসি ভেন্ট, সেন্টার আর্মরেস্ট এবং উচ্চতা সমন্বয়যোগ্য ড্রাইভার সিট।

কানেক্টিভিটি: ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো এবং কানেক্টেড কার প্রযুক্তি।

অতিরিক্ত: ভয়েস অ্যাসিস্টসহ ইলেকট্রিক সানরুফ এবং নতুন ডিজাইনের অ্যালয় হুইল।

ইঞ্জিনে নতুন চমক

নতুন টাটা পাঞ্চে প্রচলিত ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি প্রথমবারের মতো যোগ করা হয়েছে টার্বো পেট্রোল ইঞ্জিন। এতে থাকছে সিক্স-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এছাড়া যারা অটোমেটিক পছন্দ করেন, তাদের জন্য এএমটি (AMT) বিকল্প থাকছে। পরিবেশবান্ধব যাতায়াতের জন্য আগের মতোই সিএনজি (CNG) অপশন রাখা হয়েছে, যা শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে পাওয়া যাবে।

এজেড