রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এসইউভি-প্রেমীদের জন্য সুখবর: ২০২৬ সালে বাজারে আসছে দাপুটে এই ৩ গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

এসইউভি-প্রেমীদের জন্য সুখবর: ২০২৬ সালে বাজারে আসছে দাপুটে এই ৩ গাড়ি
এসইউভি-প্রেমীদের জন্য সুখবর: ২০২৬ সালে বাজারে আসছে দাপুটে এই ৩ গাড়ি

২০২৬ সালের শুরু থেকেই ভারতীয় ও বাংলাদেশের অটোমোবাইল বাজারে বইছে নতুনত্বের হাওয়া। বিশেষ করে মিড-সাইজ এসইউভি (SUV) বিভাগে চলতি বছর বেশ কিছু আইকনিক মডেল নতুন রূপে লঞ্চ হতে যাচ্ছে। আধুনিক ডিজাইন এবং স্মার্ট ফিচারে ঠাসা এই গাড়িগুলো সরাসরি হুন্দাই ক্রেটা এবং টাটা সিয়েরার মতো জনপ্রিয় মডেলগুলোর সাথে টেক্কা দেবে।

কিয়া, মাহিন্দ্রা এবং রেনোর মতো নামী কোম্পানিগুলো ইতিমধ্যেই তাদের শক্তিশালী সব পণ্য নিয়ে মাঠে নেমেছে। চলতি বছর যে গাড়িগুলো আলোচনার কেন্দ্রে থাকবে, চলুন দেখে নেওয়া যাক তাদের বিস্তারিত।


বিজ্ঞাপন


১. নতুন প্রজন্মের কিয়া সেলটস (Kia Seltos 2026)

চলতি জানুয়ারিতেই সম্পূর্ণ নতুন রূপে বাজারে এসেছে কিয়া সেলটস। নতুন K3 প্ল্যাটফর্মে তৈরি এই এসইউভিটি আগের চেয়ে আকারে বড় এবং প্রশস্ত। এর সামনের অংশে থাকা 'টাইগার ফেস গ্রিল' এবং নতুন এলইডি লাইট ডিজাইন একে দিয়েছে এক রাজকীয় লুক।

ফিচার: প্যানোরামিক ডিসপ্লে, লেভেল-২ এডিএএস (ADAS) নিরাপত্তা প্রযুক্তি, প্যানোরামিক সানরুফ এবং ৬টি এয়ারব্যাগ।

ইঞ্জিন: পেট্রোল এবং ডিজেল—উভয় ভেরিয়েন্টেই এটি পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন


মূল্য: এর দাম ভারতে ১২ লাখ থেকে ২২ লাখ রুপির (এক্স-শোরুম) মধ্যে রাখা হয়েছে।

kia_pic

২. মাহিন্দ্রা XUV 7XO: প্রিমিয়াম ফিচারের মেলা

মাহিন্দ্রার জনপ্রিয় মডেল XUV700-এর ফেসলিফট এবং আরও উন্নত সংস্করণ হিসেবে এই মাসেই লঞ্চ হয়েছে XUV 7XO। এর কেবিনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

বিশেষত্ব: ড্যাশবোর্ডে তিনটি বড় স্ক্রিন, উন্নত সিটিং কনফিগারেশন এবং ৫৪০-ডিগ্রি ক্যামেরা।

ভার্সন: এটি ৫ এবং ৭ সিটার—উভয় অপশনেই পাওয়া যাচ্ছে। এতে অল হুইল ড্রাইভ (AWD) সুবিধাও রয়েছে।

মূল্য: এর আনুমানিক দাম শুরু হচ্ছে ১৫ লাখ রুপি থেকে, যা টপ ভেরিয়েন্টে ২৬ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

৩. ফিরছে কিংবদন্তি রেনো ডাস্টার (Renault Duster 2026)

এসইউভি প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বছরই রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে রেনো ডাস্টারের। সম্পূর্ণ নতুন প্রজন্মের এই ডাস্টারটিতে দেওয়া হয়েছে বক্সি এবং রাফ-টাফ ডিজাইন, যা অফ-রোডিংয়ের জন্য চমৎকার।

আরও পড়ুন: নতুন বছরে সাশ্রয়ী বাজেটে স্বপ্নের গাড়ি: মাইলেজ ও ফিচারে সেরা কোনগুলো?

ফিচার: নতুন এলইডি সিগনেচার লাইট, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট এবং টার্বো-পেট্রোল ইঞ্জিন। পরবর্তীতে এর একটি হাইব্রিড সংস্করণ বাজারে আসার কথা রয়েছে।

মূল্য: সাশ্রয়ী বাজেটের কথা মাথায় রেখে এর দাম ১০ লাখ থেকে ২০ লাখ রুপির মধ্যে রাখা হতে পারে।

বছরের শুরুতেই কোম্পানিগুলোর এমন প্রতিযোগিতা গ্রাহকদের জন্য সেরা গাড়িটি বেছে নেওয়ার দারুণ সুযোগ করে দিয়েছে। আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী এই তিনটি এসইউভির যেকোনোটি হতে পারে আপনার নতুন বছরের সেরা সঙ্গী।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর