images

অটোমোবাইল

বাংলাদেশে পালসার এন১৬০ ও এন২৫০ মোটরসাইকেল আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক

১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম

দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এলো উত্তরা মোটর্স। বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে জনপ্রিয় বাজাজ পালসার সিরিজের দুটি নতুন ভেরিয়েন্ট এগুলো হলো পালসার এন১৬০ এবং এন২৫০ মডেলের নতুন ভার্সনঅত্যাধুনিক ফিচার এবং প্রিমিয়াম লুকের সমন্বয়ে তৈরি এই বাইক দুটি এখন থেকেই দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

পালসার N160: নতুন রুপে গোল্ডেন ইউএসডি সাসপেনশন

নতুন পালসার N160-তে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় গোল্ডেন কালার USD (Upside Down) সাসপেনশনএছাড়া বাইকটিতে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন ডিজিটাল মিটার, যা রাইডারকে আধুনিক অভিজ্ঞতা দেবেদেশের বাজারে এই ভেরিয়েন্টটির দাম নির্ধারণ করা হয়েছে ২,৮১,০০০ টাকা।

610985810_1364438054989296_6825474033468365993_n

পালসার N250: শক্তিশালী ফিচারে নতুন অভিজ্ঞতা

পারফরম্যান্স প্রেমীদের জন্য পালসার N250-কে সাজানো হয়েছে আরও পেশীবহুলভাবে। এতে যুক্ত হয়েছে:

USD Suspension (ইউএসডি সাসপেনশন)

140 Section Wider Tyre (পেছনে প্রশস্ত টায়ার)

নতুন আধুনিক ডিজিটাল মিটার

৩টি রাইডিং মোড, যা রাইডারের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। শক্তিশালী এই বাইকটির বর্তমান দাম রাখা হয়েছে ৩,৬০,০০০ টাকা।

আরও পড়ুন: পুরনো বাইক বদলে নতুন হোন্ডা নেওয়ার সুযোগ, থাকছে ০% সুদে কিস্তি সুবিধা

প্রথম সপ্তাহে বিশেষ ডিসকাউন্ট অফার

নতুন এই লঞ্চিং উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার। যারা প্রথম সপ্তাহের মধ্যে পালসারে নতুন মোটরসাইকেল কিনবেন তারা পাবেন ১০ হাজার টাকার ফ্ল্যাট ডিস্কাউন্ট।

এজেড